রবিবার ৫ ফেব্রুয়ারী ২০২৩ - ১২:৩৬
মুমিনের প্রয়োজন পূরণ করার ফল

হাওজা / আল্লাহর রসূল (সা.) একটি হাদীসে একজন মুমিনের প্রয়োজন পূরণ করার ফলের দিকে ইঙ্গিত করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "আল-আমালি" বই থেকে উদ্ধৃত হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

আল্লাহর রসূল (সা.) বলেছেন:

مَن قضى لأخيهِ المؤمنِ حاجَةً كانَ كمَنْ عَبدَ اللّه َ دَهرَهُ

যে ব্যক্তি তার মুমিন ভাইয়ের প্রয়োজন পূরণ করে, সে যেন সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে।

(আল-আমালি ৪৮১/১০৫১)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha